বিজয়

13

শেখ একেএম জাকারিয়া

বিজয় হলো মায়ের কোলে
মুক্তমনা শিশুর হাসি, রঙিন পাখি
সাঁঝের বেলা গাছের শাখায়
হরেক পাখির মিষ্টি সুরে,ডাকাডাকি।

বিজয় হলো সাতপ্রভাতে
ফুটে ওঠা কদম-কেয়া,শিউলি-বকুল
নতুন সাজে গাঁয়ের পাশে
বর্ষাকালে হেসে ওঠা,নদীর দুকূল।

বিজয় হলো সব কৃষকের
বছর শেষে সবুজ মাঠে,সোনালি ধান
সকাল বিকাল ধানের ঘ্রাণে
হেসে ওঠে ছন্দতালে,সবারই প্রাণ।

বিজয় হলো রক্তে কেনা
সবুজ বনে বাঁশের মাথায়,লাল পতাকা
খোলা হাওয়ায় সেই পতাকা
নিজের মতো উড়ছে জবর,আঁকাবাঁকা।

বিজয় হলো বসন্ত মাস
শরৎকালের শুভ্র আকাশ,স্বাধীন স্বদেশ
গ্রীষ্ম-বর্ষা,শীত-হেমন্ত
বাংলাদেশের ছয়টি ঋতু, দারুণ আবেশ।