হেমন্ত

4

জিয়াউর রহমান জিয়া

হেমন্ত এসে জানান দেয়
শীতের পূর্বাভাস,
শিশির কনায় ভিজে থাকে
মাঠের দূর্বাঘাস।

হেমন্তে হয় নবান্ন উৎসব
সবার মুখে হাসি,
হরেক রকম পিঠা পুলি
খেতে ভালবাসি।

হেমন্তে ফোটে শিউলি কামিনী
নানা বর্ণের ফুল,
মধু সংগ্রহে ভ্রমর কভু
করে নাতো ভুল।

রবিশস্যে ভরা যে তখন
থাকে সাড়া দেশ,
বাতাসে দোলে সোনালী ধান
দেখতে লাগে বেশ।

কি অপরুপ মনোলোভা
ষড়ঋতুর এই দেশ,
ঋতুর রাণী হেমন্ত তাই
রূপের নেইকো শেষ।