বাঙালির জয়

19

ঝুমা আক্তার

বাংলা আমার মায়ের হাসি
বাংলা আমার সুখ,
লক্ষ ভাইয়ের প্রাণ হারিয়ে
শূন্য মায়ের বুক।

তবু ও মা হার মানেনি
পায়নি কোনো ভয়,
তার সন্তানের প্রাণের ফলে
বাংলা ভাষার জয়।

এখন আমি স্বাধীন হয়ে
বাংলা ভাষা কই,
আমরা সবাই বীর বাঙালি
পাকিস্তানি নই।

বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার প্রাণ,
মৃত্যু অবধি গাইবো মোরা
বাংলা ভাষার গান।