ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে জাল নোট সরবরাহের অভিযোগে দু’ব্যক্তিকপ আটকের পর জেল-হাজতে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আটক দু’ব্যক্তিকে বিশেষ ক্ষমতা আইন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাকৃতরা হলো, দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নারায়নকরি গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে আলী হায়দর (৩৬) ও একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে জুনাইদ আহমদ (২০)। শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচান বাজারের একটি ঔষধের দোকানে সামনে জাল নোট সরবরাহ করতে অবস্থান করছিলো তিনজন। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ অভিযানে চালিয়ে আলী হায়দর ও জুনাইদ আহমদকে আটক করলেও তাদের কাছ থেকে ৫৮টি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।
এ সময় অপর আরও একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে উপ-পরিদর্শক উজ্জল দেওয়ান বাদী হয়ে ৩ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। জাল নোট সরবরাহকারী অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।