ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাহিরপুরে ৩ কয়লা শ্রমিক আটক

2

বাবরুল হাসান বাবলু তাহিরপুর থেকে :
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাহিরপুরে ৩ কয়লা শ্রমিক কে আটক করছে লাউড়ের গড় বিজিবি। রবিবার দুপুরে ভারত থেকে ফেরার পথে যাদুকাটা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার বাদাঘাট ইউনয়িনের লাউড়ের গড়গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর ছেলে শামীম (২৫) পার্শ্ববর্তী উপজেলা বিশ^ম্ভরপুর মাছিমপুর গ্রামের বদিউজ্জামান এর ছেলে সাদেকুল ইসলাম(২৭), একই গ্রামের আবুল বাশার এর ছেলে বিপ্লব (২৬)।
বিজিবি সূত্র জানায়, রবিবার দুপুর ১২টায় যাদুকাটা নদী দিয়ে কয়লা কুড়ানোর জন্য অবৈধভাবে ভারত সীমান্তে ১শ গজ ভিতরে প্রবেশ করে কয়লা শ্রমিকরা। ফেরার সময় ২০০ কেজি কয়লা সহ তাদের আটক করা হয়।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম বলেন, আটক কৃত ৩ কয়লা শ্রমিক থানায় হস্তান্তর করা হবে।