ছাতকে সুরমা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুর লাশ দু’দিন পর উদ্ধার

36

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে সুরমা নদীতে নৌ-দুর্ঘটনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার ২দিন পর শনিবার (১৫ আগষ্ট) সকালে সুরমা নদীর বাউসা এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
সাড়ে তিন বছর বয়সী মুজাহিদ আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রামের আনহার আলীর পুত্র।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকেলে ছৈদাবাদ যাওয়ার জন্য শহরের মাছ হাটা ঘাট থেকে যাত্রীবাহী একটি ফেরী নৌকায় উঠে ১০-১৫ জন যাত্রী। মা-বাবার সাথে শিশু মুজাহিদও ছিল ওই ফেরী নৌকায়। ঘাট থেকে ছেড়ে নদী মাঝা-মাঝি জায়গায় পৌঁছলে উজানমুখী সান আবিদ-১ নামের একটি বাল্কহেড নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রবাহী ওই ফেরী নৌকাকে ধাক্কা দেয়। এতে ফেরী নৌকাটি উল্টে গেলে শিশু মুজাহিদ আলী পানিতে তলিয়ে যায়।
ফেরী নৌকায় থাকা অন্যান্য যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠলেও শিশু মুজাহিদকে আর খুঁজে পাওয়া যায়নি। নৌ-দুর্ঘটনায় ছৈদাবাদ গ্রামের নিখোঁজ শিশুর মা-বাবাসহ অন্তত ১০ জন আহত হয়।
বিকেলে নিখোঁজ শিশুকে উদ্ধারে সুরমা নদীর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল তল্লাশি চালালেও থাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।