আমাদের দেশ নদী মাতৃক দেশ হিসাবে খ্যাত। সারা দেশ ব্যাপী জালের মত বিস্তীর্ণ খাল-নালা, নদ-নদী, হাওর-বাওর, জলাভূমিতে ভরপুর। একদা কালীদ সাগর থেকে ভরে উঠা হাজারো চরের উপর জন-বসতির মধ্যে হাজারো নদ-নদী, খাল-বিলের এবং হাওর-বাওরে সাথে জড়িয়ে রয়েছে বাঙালি জাতির জনজীবন। তাই বাঙালি জাতিকে বলা হয় মাছে ভাতে বাঙালি। দীর্ঘ যুগ পেরিয়ে গেলে ও দেশের নদ-নদী, খাল-বিল, হাওর-বাওর, জলাভূমি-জলাশয় সমূহ খনন কাজ করা হয়নি। ফলে সামান্য বৃষ্টির পরই দেখা দেয় দেশের রাজধানীসহ প্রতিটি শহর, বন্দর, গঞ্জ, নগর, জেলা-উপজেলা, ছাড়াও গ্রামীণ জনপদ সমূহ জলাবদ্ধতার মূল সমস্যাটিই হচ্ছে, খনন কাজে অবহেলা বন্যা নামক ব্যাধির বেড়াজালে জাতি চরম খেসারত দিতে হয়। এজন্য দায়ী কে ? অনেকের মতে দায়িত্বশীলদের গাফিলতির জন্যই ক্ষয়-ক্ষতির শিকার হচ্ছেন জনসাধারণ।
আমাদের দেশটি হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে উন্নয়নশীল দেশ গুলির মধ্যে অন্যতম দেশ। এ দেশের মাটি দো-আশ, পাশের দেশের পাহাড়-পর্বতের পলি-মাটি বর্ষার সময়ে ঢলের পানিতে ভেসে এসে দেশের ক্ষেতের জমিতে ভরপুর করে উৎপাদন মুখী করে বলে, এখানে যে কোন ধরনের বীজ বপন করলে অনায়সে বীজ বেড়ে উঠে, হাওরাঞ্চলে আমন ধানের বীজ একবার ছিটিয়ে দিযে আসার পর অগ্রহায়ণ মাসে ভাড়াল ভরা ধান তুলত কৃষকরা কিন্তু বর্তমানে বন্যার কারণে পূর্বের মত হাওরাঞ্চলে আমন ধানের উৎপাদন হয় না। যার কারণ অকারণে জলাবদ্ধতা, নদ-নদী, খাল-বিলের মরণ দশা। যেমন বর্ষা মৌসুমে পানি সংরক্ষণের ব্যবস্থা নেই, তেমনি শুকনো মৌসুমে খনন বা ড্রেজিং এর কোন ব্যবস্থা নেই বললেই চলে।
আমাদের দেশ নদ-নদীর দেশ হলেও যথাযত পরীকল্পনার অভাবে নদীমাতৃক দেশ মরুভূমিতে পরিনত হতে চলেছে। দেশের নদী পথের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। প্রাকৃতিক মৎস্য সম্পদ হুমকির সম্মুখীন। রক্ষণা-বেক্ষণের উদ্যোগগুলো শক্তিশালী নয়। হাওর-বাওরের হাজারো প্রজাতি মৎস্যের বেহাল অবস্থা। জাত-বেজাতের মৎস বিলীন হতে চলেছে। নদী পথে যোগাযোগ বন্ধের পথে। নদী পথে চলাচলে নৌ পথে প্রতিনিয়ত নৌ-দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনায় প্রতি-বছর হতাহতের সংখ্যা ও কম নয়। তাই আমাদের দেশের জলজ সম্পদ রক্ষায় হাওর-বাওরাঞ্চল রক্ষায় সংশ্লিষ্ট বিভাগের প্রয়োজনীয় পদক্ষেপ নেয় জরুরী বলে সচেতন মহল মনে করেন।
দেশের জলজ সম্পদসহ উৎপাদন বৃদ্ধি ও নদ-নদী হাওর-বাওরাঞ্চলের সকল বিল-বাদার রক্ষায় শুকনো মৌসুমেই সর্বত্র ড্রেজিং করা সময়ের দাবিতে পরিণত হয়ে পড়েছে। এ দেশের বাঙালি জাতির শ্লোগাল মাছে-ভাতে বাঙালি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন বাঙালি জাতির স্বপ্ন বাস্তবায়ন করে এ দেশকে সত্যিকারের সোনার বাংলা গড়ে তোলার। দেশবাসীর প্রত্যাশা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন জন-বান্ধব নেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির কল্যাণে এগিয়ে আসবেন।