রাকিবুল হাসান রাকিব
পাখিদের কোলাহল সবুজ বনে।
সবুজ ঘাসে ভরা মাঠ ফুলের ঘ্রাণে।।
মাটে-ঘাটে সবুজ রঙের ঘাসে।
ঘাস-ফড়িংয়েরা ঘাসে বাসা বাঁধে।।
আউশের মাটে বাতাসের ঢেউ।
ফিঙে-টিয়ে এসে যায় দেখেনা কেউ।।
নদীর তীরে পাখিরা বাসা বাঁধে গাছে।
কাঠবিড়ালি, বানর গাছে গাছে নাচে।।
সাদা-বকের সারি চলে যায় উড়ে।
কিছু পাখি চলে যায়, গ্রাম ছেড়ে।।
পাখিদের সুন্দর বনে, ঘাসের সুন্দর মাটে।
নদীর সুন্দর জলে, মাটের সুন্দর ঘাটে।।