প্রদীপ কুমার সরকার
টাকা থাকলে মিষ্টি মিলে
টাকায় আবার যে বিষ,
টাকা থাকলে আইন ভেঙ্গে
চৌদ্দ করা যায় বিশ।
টাকা থাকলে দান করা যায়
টাকায় আবার হয় ঘুষ,
টাকা থাকলে মদটা খেয়ে
হয়া যায় যে বে-হুশ।
টাকা হলো এমন বস্তু
দু-মোখ এর মত,
টাকা থাকলে চিকিৎসা হয়
টাকায় আবার ক্ষত।