স্টাফ রিপোর্টার :
নগরীর তালতলা থেকে আবারও ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত মঙ্গলবার রাতে তালতলা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ময়মনসিংহ জেলার দোবাউড়া থানার গাছুয়াপাড়ার মৃত সোলেমান মিয়ার পুত্র বর্তমানে নগরীর সোনার বাংলা আবাসিক এলাকার বাসিন্দা মোঃ আমিরুল হক (২৫), দক্ষিণ সুরমা মোগলাবাজার থানার নিজ সিলাম গ্রামের মৃত মনির মিয়ার পুত্র দিলুয়ার হোসেন (২৫), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার বাগুনীপাড়ার মৃত জাফর আলীর পুত্র বর্তমানে আলী মার্কেট মাহজনপট্টির বাসিন্দা মীর রায়হান উদ্দিন লিটন (২৮), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার কুলাউড়া গ্রামের আব্দুর সোবহানের পুত্র বর্তমানে নগরীর কালিঘাটের বাসিন্দা সুমন মিয়া (৩০), এয়ারপোর্ট থানার সাহেববাজার এলাকার মৃত কালা মিয়ার পুত্র জাকির আহম্মেদ (২১), নগরীর মির্জাজাঙ্গালের মৃত আব্দুর রশিদের পুত্র দ্বীন ইসলাম (৩৫) ও মোগলাবাজার থানার সিলাম এলাকার আব্দুল হান্নানের পুত্র রুহুল আহমেদ (২৪)।
র্যাব জানায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে নগরীর তালতলা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় উক্ত ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়াখেলার সরঞ্জামাদি ও নগদ ৩ হাজার ৮শ’ ৭০ টাকা উদ্ধার করে র্যাব। উদ্ধাকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।