সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে হবে ——- আবুল কাহের শামীম

45

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন- গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে শহীদ জিয়ার কোন সৈনিক বসে থাকতে পারে না। মায়ের প্রতি ভালবাসার তাগিদেই সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে ১০ এপ্রিলের সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে হবে। সমাবেশ সফলের মাধ্যমে বাকশালী সরকারকে দেখিয়ে দিতে হবে তাদের দিন ফুরিয়ে এসেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে।
তিনি সোমবার বিকেলে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত পৃথক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, সহ-সভাপতি জিয়াউল বারী চৌধুরী শাহীন, জেলা উপদেষ্টা দেলোয়ার হোসেন মুক্তা, তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দফতর আব্দুল মালেক, সহ-অর্থ সম্পাদক মামুনুর রশীদ মামুন চেয়ারম্যান ও সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আবু তাহের চেয়ারম্যান, মোঃ হারুন মিয়া, আক্তার খান জাহেদ, নজরুল হোসেন খান, আতাউর রহমান, মো: নাজিম উদ্দিন, মো: গিয়াস উদ্দিন, উপজেলা সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ সাইফুর রহমান, উপজেলা বিএনপি নেতা ফয়সল উদ্দিন, আব্দুর রউফ কছির আলী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আব্দুল কাদির, কামাল হোসেন, মো: আবুল হোসেন, জিল্লুর রহমান সিদ্দিকী, আব্দুল হাফিজ, মুজিবুল ইসলাম তাজুল, জামিল আহমদ, আলাউদ্দিন আলাই, শিপলু আহমদ, তানভীর আহমদ, প্রমুখ।
পৌর বিএনপির প্রতিবাদ সভা : ১০ এপ্রিল সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিয়ানীবাজার পৌর বিএনপির উদ্যোগে এক প্রতিনিধি সভা সোমবার সন্ধ্যায় পৌর শহরের একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন পিন্টুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর সাধারণ সম্পাদক মিজানুর রহমান রুমেল, জেলা সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএনপি নেতা হাজী নুরুর রহমান, কবির আহমদ, আলফাত আহমদ, আব্দুর রাজ্জাক, কবির আহমদ লিলু, আতাউর রহমান কিটন, মাসুক আহমদ, কাউন্সিলার মিসবাহ আহমদ, সাইফুদ্দিন, পৌর যুবদল সভাপতি হোসেন আহমদ দুলন ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি