হবিগঞ্জে নাশকতার আশঙ্কায় দুই শিবির নেতা আটক

25

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের জামায়াতের ডাকা হরতালে পিকেটিংকালে নাশকতার আশঙ্কায় দুই ছাত্রশিবির নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ১০টার দিকে চুনারুঘাট উপজেলা সদর থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ নাজমুল হাসান জাবেদ ও ছাত্রশিবির চুনারুঘাট পৌর শাখার নেতা নাজিম আলী মীর।
আটক নাজমুল হাসান জাবেদ (৩৫) উপজেলার মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের বাসিন্দা হাফেজ আব্দুল কাইয়ূমের ছেলে ও নাজিম আলী মীর (২২) পৌর এলাকার আমকান্দি গ্রামের বাসিন্দা তাহির আলীর ছেলে। নাজিম আলী মীর হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র।
চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী দুই শিবির নেতার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকেটিংকালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকাত দুই দিনের হরতালের প্রথম দিন অতিবাহিত হয়েছে।