মৌলভীবাজার সদর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আনকার আহমদ করোনায় মারা গেছেন

19

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আনকার আহমদ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব এতথ্য জানিয়েছেন।
ঢাকার বারডেম হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৭ টায় মৃত্যুবরণ করেছেন। তার নামাজে জানাযা স্বাস্থ্যবিধি মেনে ৬ সেপ্টেম্বর বিকেল ৫ টায় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পরে দ্বিতীয় নামাজে জানাযা শেষে নিজ বাড়ি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্বে বিভিন্ন মেয়াদে ছিলেন। ৮০ এর দশকের জেলা ছাত্রলীগের তুখোড় ছাত্রনেতা, আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি, মৌলভীবাজার জেলার একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা, সালিশ বিচারক, দানশীল ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৫০৮ জন। হোম কোয়ারেন্টিনে আছেন ৩২৫৩ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৯৭৪ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ৩০ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের।