সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৩য় বর্ষের ১ম সেমিষ্টারের শিক্ষার্থীদের বাস্তবসম্মত জ্ঞানের সাথে পরিচয় করিয়ে দিতে গত ২০ নভেম্বর হবিগঞ্জের চৎধহ-জঋখ এর ওহফঁংঃৎরধষ চধৎশ-এ নিয়ে যাওয়া হয়।
চৎধহ-জঋখ এর দুইজন ড়ভভরপবৎ-এর নেতৃত্বে শিক্ষার্থীরা দু’টি দলে বিভক্ত হয়ে ওহফঁংঃৎু এর বিভিন্ন পণ্য (ড্রিংকস, কেক, বিস্কুট, চকলেট সহ আরও কিছু পন্য) কিভাবে তৈরি হয় তা স্বচক্ষে পর্যবেক্ষণ করেন।
শিক্ষার্থীদের সাথে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আলো।
উক্ত ওহফঁংঃৎরধষ ঃড়ঁৎ এর কমিটির পক্ষ থেকে দায়িত্ব পালন করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সিনিয়র প্রভাষক প্রণব কুমার সাহা। উপাচার্যের অংশগ্রহণ ওহফঁংঃৎরধষ ঃড়ঁৎ এর আনন্দকে শিক্ষার্থীদের মধ্যে বহুগুণে বাড়িয়ে তুলে। বিজ্ঞপ্তি