তাহিরপুর সংবাদদাতা
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় চিনি ও শাড়ি সহ ২ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাত (২৩ মে) ২টায় জেলার বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামে আটককৃত আসামী আলাল হোসেন খানের ঘরের ভিতর থেকে এসব মালামাল জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামে অভিযান চালিয়ে মধ্যনগর উপজেলার মৃত আবুল হোসেন খানের পুত্র আলাল হোসেন খান (৪৩) ও জামাল হোসেন খানের পুত্র আফজাল হোসেন খান (২৩) কে আটক করা হয়। এসময় ৫০ কেজির ৬৮ বস্তায় মোট ৩ হাজার ৪শ কেজি ভারতীয় চিনি ও ৬৮ পিস ভারতীয় শাড়ী কাপড় জব্দ করে গোয়েন্দা পুলিশ। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৭৬ হাজার টাকা ও ভারতীয় শাড়ী কাপড়ের অনুমানিক বাজার মূল্য ১লক্ষ ২ হাজার টাকা।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর জানান, জব্দকৃত মালামাল সহ আটককৃত ২ জনের বিরুদ্ধে বিশ্বম্ভপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।