আদালতপাড়ায় এডভোকেট জামানকে হত্যাচেষ্টা ॥ ল’ কলেজ ছাত্র ফোরাম’র উদ্বেগ

10

সিলেটের আদালত পাড়ায় শোনানী শেষে বিজ্ঞ আইনজীবী এডভোকেট সামসুজ্জামান জামানকে হত্যাচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সিলেট ল’ কলেজ ছাত্র ফোরাম।
ফোরামের আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু ও সদস্য সচিব আহমেদ রেজা বুধবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে বলেন, আদালতপাড়ার মতো স্পর্শকাতর স্থানে প্রকাশ্য দিবালোকে একজন সিনিয়র আইনজীবীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা ভীতিজনক ও উদ্বেগের। যেখানে আইনজীবীরা নিরাপদ নন সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? আদালতে এমন ঘটনা নতুন নয় এর আগেও আমারা দেখেছি আদালত থেকে বিচারকের কোরবানীর গরু চুরি হয়েছে। সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে গত ২১ জুলাই প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিচারপ্রার্থী খোকন মিয়া নামে এক যুবক নিহত হন। আমরা আইনের ছাত্র হিসেবে যখন আদালত প্রাঙ্গণের এই কর্মকান্ডগুলো দেখি বা শুনি তখন ভীত হয়ে উঠি।
তারা আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন ও বিজ্ঞ আইনজীবী এডভোকেট সামসুজ্জামন জামানকে হত্যাচেষ্টায় গ্রেফতার যুবকসহ এই ন্যাক্কারজনক ঘটনার নেপথ্যে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানান। বিজ্ঞপ্তি