শরৎ শোভা

11

নিলুফার জাহান

কতো রঙের ফুলের শোভা
দেখি শরৎ কালে
হাসনা হেনা, জুঁই, কামিনী
ফুটে গাছের ডালে।

নীল আকাশে তুলোর মতো
সাদা মেঘ উড়ে
নীলচে আভা পড়ছে এসে
সবুজ মাঠের ‘পরে।

কাশ ফুলেরা হাসছে সুখে
বাতাস দেয় যে দোলা
হেলে দুলে পড়ছে কেমন
যায় কী তাদের ভোলা !

সাদা বকে উড়ে আসে
পুকুর বিলের জলে
শাপলা ফুলের ফাঁকে বসে
মাছ যে ধরবে বলে।

শিউলী ঝরে ভোরের বেলা
দারুণ সুবাস মাখা
ফুলের গন্ধে মন ভরে যায়
শরৎ শোভা আঁকা।