সোমা মুৎসুদ্দী
মন খারাপে ডাকলো আমায়
একটি মেঘের দল
বললো আমায় ঘুরবি যদি
মেঘের সাথে চল
দেশ-বিদেশের ঐ আকাশে
আমরা সবাই ঘুরি
তুইও না-হয় ঘুরবি সাথে
নীল শাড়িটা পড়ি
মাঝে মাঝে যেতেই পারিস
দূরের পাহাড় ডাকলে
মনটা ভালো হবেরে তোর
ফুল, পাখিরা থাকলে
নদীর ডাকেও যেতেই পারিস
মনটা ভালোর জন্য
প্রকৃতি আজ ডাকছে তোকে
হতে যে লাবণ্য।