রিপলু চৌধুরী
আলোর পরশ পেতে হলে
বুঝতে হবে সৃষ্টি
তখন তুমি বুঝতে পাবে
আলোর মাঝে দৃষ্টি।
আলো তোমার পবিত্র হলে
ফুটবে ধরার বুকে
সূর্যের আলো যেভাবে লাগে
এই ধরার বুকে।
আকাশে যখন চাঁদ উঠে
অন্ধকারে আলো ফুটে
তেমনি করে জ্ঞানের আলো
লোকের কাছে ফুটে।
আলো কখনো যায়না ঢাকা
এই কথা রেখো মনে
জ্ঞানের আলো ছড়িয়ে দাও
নিজের সর্ব গুনে।
সূর্যের আলো দেয় বলে
পৃথিবী বেঁচে আছে
রাত দিন দুই চলে
তার ইশারার কাছে।
আলোর পথে চল তুমি
সৃষ্টিকর্তার নাম করে
পৃথিবীর ন্যায় ফুটবে আলো
প্রতি ঘরে ঘরে।