শরতের গায় গান

16

কাঞ্চন দাশ

আজি শরতের গায় গান
কাশফুলে আর ঘাসের সাথে
নেই যে অভিমান
আজি শরতের গায় গান।

সাঁজের মায়ায় বসে বসে
নিত্য করি বেশ
আহা কি আয়েশ!
সবুজের মায়ায়
আজি শরতের গান গায়।

স্নিগ্ধ ছায়ায় পাখিরা আজ
করে আনাগোনা
বিবর্ণ আকাশ
এলো মেলো বাতাস
চাঁদেরও ছায়ায়
আজি শরতের গান গায়।

রঙধনুর ঐ সাতটি রঙে
রাঙিয়ে তুলি মন
বিষন্ন ক্ষণেক্ষণ
সূর্যেরই মতোন
প্রকৃতি অম্লান
আজি শরতের গায় গান।