জিল্লুর রহমান পাটোয়ারী
মেঘ কন্যার উড়ুউড়ু মন,
শ্রবণের আকাশ জুড়ে –
কি দারুন রূপের বাহার,
ছুটেছে উড়ে উড়ে।
কাজল কালোতে দুচোখ রাঙিয়ে,
নিয়েছে কতো সাজ –
অঙ্গ ঢেকেছে বাহারি শাড়িতে,
মুখে নাহি তার লাজ।
উড়ুউড়ু মন থাকে সারাক্ষণ ,
নিলীমায় করে খেলা –
দূর দূরান্তে ছুটে চলে,
কেটে দেয় সারাবেলা।
এলোকেশে হেসে হেসে মেঘ কন্যা,
মন রাঙিয়ে চলে –
শ্রবণের রূপের বাহারে রূপ তার,
চলে অঙ্গ ঢলে।