জৈন্তাপুর হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

0

মুরাদ হাসান, জৈন্তাপুর

বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলার হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক গ্রæপের (ম্যানেজিং) কমিটির সভাপতি পদের নির্বাচন সকাল ১১ থেকে বেলা ২টা পযর্ন্ত অনুষ্ঠিত হয়েছে। চারজন অভিভাবক সদস্য সহ অন্যান্য সদস্য মিলে ভোটারের মধ্যে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচন হওয়ার কথা থাকলেও চারজন সদস্য বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় উক্ত কমিটির সভাপতি নির্বাচিত করার জন্য এ ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট দুইজন প্রার্থী অংশগ্রহণ করে। তারা হলো আমির উদ্দিন, জুবায়ের আহমেদ (পলক) নির্বাচনে প্রতিক ছাড়া শুধু নাম দিয়েই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এর মধ্যে নির্বাচনে আমির উদ্দিন চার (৪) ভোট পেয়ে ১ম নিকটতম প্রতিদ্বন্ধী জুবায়ের আহমেদ(পলক) পেয়েছেন তিন (৩) ভোট। এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ৩০০জন। এর মধ্যে পুরুষ ১৭০ ও মহিলা ১৩০ জন। সভাপতি পদের নির্বাচন রেখে অভিভাবক সদস্য বীনা প্রতিদ্ব›িদ্বতায় চারজন সদস্য হলেন-তোতামিয়া, সেলিম আহমদ, আফতাব উদ্দিন, ফিরোজ মিয়া। শিক্ষক প্রতিনিধি-তোফায়েল আহমেদ, হাসনা বেগম, রহিমা আক্তার তাদের ভোট প্রয়োগ করেন।
দাতা সদস্য জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম লিয়াকত আলী ব্যাক্তিগত কাজ থাকায় উপস্থিত না থাকলে ও নির্ধারিত সময়ের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমি সুপারভাইজার মোঃ আজিজুল হক উপজেলা শিক্ষা অফিস কর্মকর্তা, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নাজির আলী সরকার, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন খাঁজার মোকাম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জালাল উদ্দিন, মাষ্টার কাশেম আলী এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, হেমু তিনপাড়া গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল কাহির, বাহার উদ্দিন, মহিবুল হক, কামরুল ইসলাম বাবর, কামরুল ইসলাম লিটন, তোতামিয়া, প্রবাসী আলী আমজদ, শফিকুর রহমান, মঈনুল ইসলাম, তিনপাড়া ছাত্র ঐক্য পরিষদ এর সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ সহ সকল শিক্ষক, শিক্ষিকা উপস্থিত ছিলেন।