ঘুড়ি ও খোকা

17

সাঈদুর রহমান লিটন

নীল আকাশে ঘুড়ি উড়ে
খোকার হাতে নাটাই ঘুরে,
আহা দেখতে লাগে কি, যে
ঘামেই খোকা যাচ্ছে ভিজে।

বাতাস এলে উড়ে ভালো
খোকার মুখে ফুটে আলো,
সেই আলোতে ভুবন দেখে
ঘুড়ি উড়ে লোকে শেখে।

টানে টানে হালকা দোলে
মুখে খোকা আল্লাহ বলে
হয়তো ঘুড়ি যাচ্ছে পড়ে
উঠলো বাতাস অনেক জোরে।

খোকার মুখে আঁধার এলো
হয়তো বুকে ব্যথা পেলো।
আকাশ জুড়ে মেঘের ভেলা
পণ্ড খোকার ঘুড়ির খেলা।