সামিউল ইসলাম
খোকার একটা পাখি ছিল
ভীষণ রকম ভালো
রাতে যখন পড়তো খোকা
জ্বালায় দিতো আলো।
খোকার যখন ঘুম আসতো না
ভাসতো নয়ন জলে
ঘুম পাড়ায়ে দিতো পাখি
গান, কবিতা বলে।
কাজে যখন ব্যস্ত মায়ে
বাবা থাকতো দূরে
পড়ার শেষে নাচতো খোকা
ছন্দ-তালে সুরে।
হঠাৎ পাখি মরে গেলে
বন্ধ পড়া শোকে
শত চেষ্টা করলেও খোকা
নেয় না খাবার মুখে।