কাজী তানভীর
সন্ধ্যাকাশে চাঁদ উঠেছে
জোসনা গায়ে মেখে,
চাঁদের দেশে যায় হারিয়ে
মনভরা রূপ দেখে।
দবদবে চাঁদ কী অপরূপ
যেনো দুধের বাটি,
জোসনা আলোয় অন্ধকার ঐ
রাতটা পরিপাটি।
চাঁদটা দেখে হাঁটছি আমি
একলা নিঝুম রাতে,
চাঁদটাও যে হাঁটছে দেখি
আমার সাথে সাথে!
চাঁদকে রেখে বাসার দিকে
যখন ফিরে আসি,
চাঁদটা আমার পিছে এসে
বলছে, ভালোবাসি।