সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা শুক্রবার (৪ মাচ) বিকেল ৪টায় সুরমা মার্কেটস্থ সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রজত বিশ্বাস ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহীন আলম। এ সময় তিনি বলেন, আধুনিকতার ছোঁয়ায় দিন দিন মুদ্রণ শিল্পের যেমন উত্তরোত্তর উন্নতি ঘটছে, তেমনি এই শিল্পের শ্রমিকদের কাজের দক্ষতা ও সৃজনশীলতাও সমান তালে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেই অনুপাতে এই শিল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও কাজের পরিবেশের উন্নতি ঘটেনি। সর্বোপরি শ্রমিকদের চাকরির নিশ্চয়তা এখনো মালিকদের মেজাজ মর্জির উপর নির্ভরশীল। মালিকের এক কথায় শ্রমিকদের চাকরি চলে যায় যখন-তখন। প্রেস/মুদ্রণ শ্রমিকরা দুঃখ কষ্টে মানবেতর জীবনযাপন করলেও বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি, জীবনের নিরাপত্তা, দুর্ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়া, চাকরির অনিশ্চয়তা ইত্যাদি সমস্যা নিয়ে স্ত্রী, পুরুষ, কন্যা, বাবা-মাকে নিয়ে কঠিন জীবনযাপন করতে বাধ্য হয়।
বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে সরকার ঘোষিত নিম্নতম মজুরি দিয়ে পরিবার পরিজনসহ চলা দায়। তারপরও অধিকাংশ মালিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান করা হয় না, শ্রম আইন মানেন না। সরকারের সংশ্লিষ্ট দপ্তরও শ্রম আইন লঙ্ঘনের দায়ে কোন ব্যবস্থা গ্রহন করেন না। শ্রমিকদের চাকরির নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা নেই। শ্রমিক-কৃষক-মেহণতি জনগণকে দুঃখে কষ্টে, অভাব,অনটনে দিন কাটাতে হচ্ছে। এমতাবস্থায় মজুরি বোর্ডের মাধ্যেমে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষনার দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার পাশাপাশি শ্রমিক-কৃষক জনগণের বাসোপযোগী সমাজ প্রতিষ্ঠার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখর সেন, ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছাদেক মিয়া, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, দপ্তর সম্পাদক রেজাউল করিম সরকার রবিন সহ প্রমুখ।
সভা শেষে ক্রীন ব্রিজের মুখ হতে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি