বিজয় দিনে

28

কবির কাঞ্চন

দেশের ডাকে সজাগ থাকি
হৃদয় মাঝে দেশটা আঁকি
বীর বাঙালি যতো
মা মাটি দেশ ভালোবাসি
মায়ের ডাকে ছুটে আসি
বাধ্যছেলের মতো।

পিতার কথা মিতার কথা
ভাই হারানোর ভীষণ ব্যথা
বিজয় এলে লাগে
একাত্তরের নির্মমতা
মা-বোনদের সেইত্যাগের কথা
মন যে পোড়ায় দাগে।

মুক্তিযুদ্ধে চলে গেলে
বুকের তাজা রক্ত ঢেলে
স্বাধীনতা দিলে
বিজয় দিনে শপথ করি
লালসবুজের নিশান ধরি
আমরা সবাই মিলে।