সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
করোনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে নগদ আড়াই হাজার টাকা সহায়তার উপকারভোগীর তালিকা নিয়ে রাজানগর ইউনিয়নে নয় ছয় ঘটেছে।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার, মেম্বারের তিন ভাই, ১, ২ ও ৩ নং সংরক্ষিত নারী সদস্য দিয়েছেন স্বচ্ছল পরিবারের চর সদস্য সহ দুই গ্রামের লাখপতি হিসেবে পরিচিতদের নাম। এ নিয়ে এলাকায় উত্তজনা বিরাজ করছে।
১নং ওয়ার্ডের তালিকায় রয়েছে এ ওয়ার্ডের মেম্বার শাহজাহান মিয়া, তার ভাই উজ্জল ইসলাম, ইবাদুল ইসলাম ও এমরান হোসেন।
১, ২ ও ৩ নং সংরক্ষিত নারী সদস্য রানীয়া বেগম অনৈতিক সুবিধা নিয়ে বেগমপুর গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি আওয়ামী লীগ নেতা কনরুল ইসলামের স্ত্রী, হেলেনা বেগম, চাচাতো বোন সুজেনা বেগম, চাচি সাজেদা বেগম, চাচাতো ভাইয়ের বউ ফারজানা বেগম। কেজাউড়া গ্রামে ১০ ধনীর একজন এলাচ মিয়ার স্ত্রী সুমী বেগমের নাস দিয়েছেন তালিকায়।
৪নং ওয়ার্ডে মেম্বারের স্ত্রী শিবলী বেগম, ৫নং ওয়ার্ডের নারী সদস্য সবিতার ছেলে আকাশ তালুকদারের নাম রয়েছে তালিকায়।
এসব অনিয়মের বিচার চেয়ে আগামীকাল দিরাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা প্রস্তুতি নিচ্ছেন কেউ কেউ।
স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করতে সোমবার রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুর সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করেন। অনেক বাহ্ বাহে ও পেয়েছেন সে কাজে এ তালিকা থেকেই আস্তে বেরিয়ে আসছে নতুুুন নতুুুন চিত্র।
এ বিষয়ে জানতে রাজানগর ইউপি চেয়ারম্যানের মোবাইলে বার বার কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়।