চা শ্রমিক দিবস উপলক্ষে ২০ মে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর উদ্যোগে বিভিন্ন বাগানে নানা কর্মসূচী পালন

3

২০ মে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার উদ্যোগে নানা আয়োজনে বিভিন্ন বাগানে চা শ্রমিক দিবস পালিত হবে। অবিলম্বে নতুন চুক্তি সম্পাদন করে ৪০০ টাকা মজুরি ও ৫ কেজি রেশন নির্ধারণ করা এবং ২০ মে -কে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা ও ভূমি অধিকার নিশ্চিত করাসহ ১০ দফা দাবিতে এবারের চা শ্রমিক দিবস পালন করছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন। সিলেটের মালনিছড়া, লাক্কাতুরা, হিলুয়াছড়া, দলদলি, বুরজান, ছড়াগাং, লালাখাল সহ বিভিন্ন বাগানে এই দিনটি উপলক্ষে অস্থায়ী শহীদ বেদীতে সকাল ৭.৩০টায় পুষ্পস্তবক অর্পণ ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সংগঠক বিরেন সিং ও অজিত রায় এক যুক্ত বিবৃতে এসকল অনুষ্ঠানে অংশগ্রহণ ও যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য সকল চা শ্রমিকদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি