দুই হাজারের একুশ

19

মুহাম্মদ ইমদাদ হোসেন

দুই হাজারের বিশটা ছিল
বিষেবিষে ভরা
করোনার’ই ভয়াল থাবায়
ধরাশায়ী ধরা।

এক অজানা আতঙ্ক আর
রোগ করোনা রোগে
দেশ-বিদেশে কোটি মানুষ
এই করোনায় ভোগে।

বিশ্বজুড়ে লাশের মিছিল
দিন-রজনী বাড়ে
রোগ করোনা ছোবল দিয়ে
প্রাণ মানুষের কাড়ে।

বিশ্ব পুরো থমকে দাঁড়ায়
রোগ করোনা ডরে
মানুষ থাকে লকডাউনে
বন্দি হয়ে ঘরে।

দুই হাজারের একুশ যেন
শুভ হয়ে আসে
রোগ করোনার গ্লানি ভুলে
সবাই যেন হাসে।