গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী বলেছেন, জননেতা পীর হবিবুর রহমান ছিলেন নির্যাতিত-নিপীড়িত গণমানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, আজীবন ত্যাগী এবং মানবতাবাদী পীর হবিব ছিলেন অনেক বড় মাপের মানুষ। তাঁর মতো নেতাদের শূন্যতা সহজে পুরণ হয় না।
গত (১৬ ফেব্র“য়ারি) রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক, সাবেক সংসদ সদস্য, প্রগতিশীল রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব, গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, কলামিস্ট, সিলেটের কৃতিসন্তান, মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা গণতন্ত্রী পার্টি আয়োজিত স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। পার্টির জেলা সভাপতি মোঃ আরিফ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরীর পরিচালনায় মরহুম জননেতাকে স্মরণ করে বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির নেতা প্রকৌশলী আইয়ুব আলী, মাছুম আহমদ, সৈয়দ সয়েফ আহমদ, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, ডা. সুভাষ কান্তি দাস, মহানগর সদস্য সচিব শ্যামল কপালী, অধ্যাপক প্রাণকান্ত দাশ, অধ্যাপক আখলাকুল আসপিয়া, আজিজুর রহমান খোকন, শংকর ঘোষ, সুধীন কুমার বৈদ্য, মোঃ তাহির মিয়া, দুলাল মিয়া, কালা মিয়া, মনোহর আলী প্রমুখ। বিজ্ঞপ্তি