জাতীয় নাট্য উৎসবের সিলেট পর্ব শুরু ॥ প্রথম দিনে ‘এবং ইন্দ্রজিৎ’ মঞ্চস্থ, আজ ‘সোনার হরিণ’

18
শিল্পকলা একাডেমিতে এবং ইন্দ্রজিৎ নাটকের একটি দৃশ্য।

‘জঙ্গি-অবক্ষয়-দুর্নীতি, মানবে এই সংস্কৃতি’ এই শ্লোগানে বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে ৯ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসবের সিলেট পর্বের নাট্য প্রদর্শনী। দেশব্যাপী ৬৪ জেলায় এই প্রথমবারের মতো সর্ববৃহৎ আয়োজনে অংশ নিচ্ছে ফেডারেশানভুক্ত নাট্যদলসমূহ। নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে সন্ধ্যা ৭টায় নাটক শুরুর পূর্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন লস্কর, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত, গ্রুপ থিয়েটার ফেডারেশানের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন রুমি, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ফেডারেশানের কেন্দ্রিয় পরিষদ সদস্য জগদ্বীপ দাশ তনু। ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট জেলা নাট্যোৎসব ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক নীলাঞ্জন দাশ টুকু।
দিক থিয়েটার মঞ্চায়ন করে ‘এবং ইন্দ্রজিৎ’ নাটকটি। নাটকটির রচনায় বাদল সরকার ও নির্দেশনায় পাপ্পু রায়। ৯ দিনব্যাপী নাট্যোৎসবে অংশ নিচ্ছে ১৮ ফেব্র“য়ারি থিয়েটার সাস্ট ‘সোনার হরিণ’, ১৯ ফেব্র“য়ারি জেলা শিল্পকলা একাডেমি ‘বাঘের শিন্নি’, ২০ ফেব্র“য়ারি নাট্যতীর্থ ঢাকা ‘দ্বীপ’, ২৩ ফেব্র“য়ারি কথক নাট্য সম্প্রদায় চট্টগ্রাম ‘চার অধ্যায়’, ২৪ ফেব্র“য়ারি কথাকলি ‘ কোর্ট মার্শাল’, ২৫ ফেব্র“য়ারি বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড ‘হদ বেগারী’, ২৬ ফেব্র“য়ারি নাট্যালো (সুরমা) ‘মুল্লুক’ ও ২৭ ফেব্র“য়ারি নাট্যমঞ্চ ‘রঙ্গমালা’। প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক শুরু হবে। নাটকের প্রবেশপত্র হল কাউন্টারে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি