হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার রাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা পুলিশকে নিয়ে বাল্য বিবাহ বন্ধ করেন।
মহিলা বিষয়ক কর্মকর্তা জানান, মাধবপুর পৌর শহরের কাটিয়ারা গ্রামের আরাধন কর্মকারের স্কুল পড়ুয়া কন্যা ও প্রেমদাময়ী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের উত্তম ঘোষের সঙ্গে সোমবার রাতে বিয়ের দিন তারিখ ধার্য্য ছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের কাছে খবর আসে বাল্য বিবাহের প্রস্তুতির। নির্বাহী কর্মকর্তার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা পুলিশ নিয়ে কনের বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দেন।
কনের পিতা স্থানীয় কাউন্সিলরদের উপস্থিতিতে তার কন্যা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার করেন। এ খবর বর পক্ষ জানতে পেরে রাস্তা থেকেই বাড়িতে ফিরে যায়। এ ঘটনায় এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।