সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পুলিশ সুপার) মোঃ জেদান আল মুসা বলেছেন, মানুষ মরে গেলেও তাঁর স্মৃতি আজীবন কথা বলে। ভাল কাজের ফল দুনিয়া আখেরাতে সমানে সমান। বিশেষ করে যারা সু-সন্তান রেখে যান তারা মরে ও অমর হয়ে থাকেন। জীবনের পরতে পরতে মানুষ সৎকর্মকে মনে রাখে। তিনি দক্ষিণ সুরমার জালালপুরে ফজলুর রহমান মেম্বার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট মুরব্বী ও সালিশ ব্যক্তিত্ব ফজলুর রহামনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং এলাকার মরহুম মুরব্বীয়ানগণ স্বরণে দোয়া মাহফিল, স্মৃতি স্মারক ‘আজো তুমি প্রেরণা’ এর মোড়ক উন্মোচন এবং দরিদ্রদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে এর সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, এম সাইফুর রহমান ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, বিশিষ্ট মুরব্বী শেখ ইদ্রিছ আলী তুরণ মিয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন, এম এ শহিদ পংকি, সমাজসেবী শহিদুর রহমান শাহিন, জালালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান জিলন, মধ্যপ্রাচ্য প্রবাসী সমাজসেবী জুনেদ আহমদ শামীম, সমাজসেবী ছানাউল হক ছানা, ফাউন্ডেশনের পরিচালক এনামুল কবির, যুবনেতা সুন্দর আলী, ছাত্রনেতা শেখ শরিফ আহমদ রাজা, শারফিন শাহ একাডেমীর প্রধান শিক্ষক তারেকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি