অবৈধভাবে টাকা পাচার অশনিসংকেত

18

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ‘বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই গবেষণা প্রতিবেদনে যে তথ্য তুলে ধরেছে তা যেকোনো সচেতন নাগরিকের মনোযোগ কাড়বে। এক সংবাদ সম্মেলনে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরে সংস্থার নির্বাহী পরিচালক জানিয়েছেন, বৈধ ও অবৈধভাবে বাংলাদেশে প্রায় আড়াই লাখ বিদেশি কর্মী কাজ করেন, যার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বৈধ কর্মী রয়েছেন ৯০ হাজার।
টিআইবি তাদের গবেষণা প্রতিবেদনে উল্লেখ করেছে, বিদেশি কর্মীদের ন্যূনতম গড় মাসিক বেতন দেড় হাজার মার্কিন ডলার হিসাবে তাঁদের বার্ষিক আয় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার। এর ৩০ শতাংশ স্থানীয় ব্যয় বাবদ বাদ দিলে প্রায় ৩.১৫ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে যায়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বৈধভাবে বিদেশে যায় মাত্র ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। বাকি অর্থ অবৈধ পন্থায় বিদেশে পাচার হয়ে যায়, টাকার অঙ্কে যা প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা; যার মাধ্যমে সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতি হয় ১২ হাজার কোটি টাকা। যে উদ্বেগের বিষয়টি টিআইবির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা হলো, বাংলাদেশে কাজ করতে আসা বিদেশিদের ৫০ শতাংশই ভ্রমণ ভিসায় আসেন। তাঁরা কাজ জোগাড় করে দেশে ফেরেন, পরে আবার ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে আসেন। টিআইবির তথ্য বলছে, প্রায় ৪৪টি দেশ থেকে আসা বিদেশিরা বাংলাদেশে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানে কর্মরত আছেন। বাংলাদেশে কর্মরত বিদেশিদের মধ্যে ভারতীয়রাই বেশি। প্রায় ৩০ থেকে ৩৫ হাজার ভারতীয় বাংলাদেশে কাজ করছেন। এমনকি সরকারি প্রকল্পের অধীনে নিযুক্ত কর্মচারীদের মধ্যে যাঁরা বিদেশি, তাঁরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কর্মরত আছেন। এমনটি ঘটছে এ কারণেই যে বাংলাদেশে বিদেশি কর্মী নিয়োগে কোনো সমন্বিত ও কার্যকর কৌশলগত নীতিমালা নেই। বিদেশি কর্মী নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সুনির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ নেই। টিআইবির সন্দেহ, আয়কর রিটার্নও তাঁরা সঠিকভাবে দিচ্ছেন না। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, দেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের সব তথ্য গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তাদের তথ্য নিয়ে ডাটা ব্যাংক হালনাগাদ করার কাজ চলছে। ডাটা ব্যাংকে বিদেশিদের দেশ, তারা বাংলাদেশে যেসব প্রতিষ্ঠানে কাজ করছে তার নাম, কাজের ধরন, আয়সহ বিভিন্ন তথ্য থাকছে। ডাটা ব্যাংকের হালনাগাদ তথ্য যাচাই-বাছাই করে দেশে অবৈধভাবে অবস্থান করা বিদেশিদের শনাক্ত করা হবে এবং আইনের আওতায় আনা হবে। বিদেশিদের আয়ের ওপর আরোপিত কর স্বচ্ছতার সঙ্গে আদায় করা হবে।
টিআইবির এই গবেষণা প্রতিবেদনের তথ্য আংশিক সত্য হলেও তা আমাদের দেশের অর্থনীতির জন্য বড় ধরনের অশনিসংকেত। এতে দেশের প্রচলিত আইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। আমাদের প্রত্যাশা অবিলম্বে তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেবে।