যায় না ছেড়ে

12

মিজানুর রহমান মিজান

ভাঙ্গা একখান ঘর বড় নড়বড়ে
আশার বাসা বেঁধে থাকি সে ঘরে।।

ঝড়-তুফানে ঘরখানি বিধ্বস্ত বার বার
কত দেই আর জোড়াতালি ভাঙ্গা সংসার
অগণিত ছিদ্রে, তালে বৃষ্টি পড়ে।।

ঝড়-তুফান আসে যতবারে
তাতে যত ডালপালা ঝরে
কর্মদোষে সবার আশ্রয় স্নেহ নীড়ে।।

চিন্তায় চিন্তায় যায় দিবসযামী
ভাবি হলাম নাকি বৃষ্টি প্রেমী
তাই নাকি সবাই আসে, যায় না ছেড়ে।।