মৌলভীবাজারে বিএনপির নেতাকর্মীদের প্রচারণায় পুলিশি বাধা

29

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
দলীয় নেত্রী খালেদা জিয়া একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দু’পাশে জনসমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপির নেতাকর্মীরা। এতে পুলিশ নানা বাধা রয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
সোমবার (৫ ফেব্র“য়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাজার জিয়ারত করতে ঢাকা থেকে সড়ক পথে সকালে সিলেট যাবেন। সিলেট যাওয়ার পথে মৌলভীবাজারের শেরপুরে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে নানাভাবে প্রচার প্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান মুঠোফোনে বলেন, পুলিশের বাধা আছে।আমাদের তো কোন মিটিং মিছিল নায়। শেরপুরের রাস্তা দিয়ে ম্যাডাম সিলেট সফরে যাবেন। সেখানে না যেতে দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে পুলিশ। এমনকি আমরা রাস্তার দাঁড়াতে না পারি সেখানেও পুলিশের বাধা আসছে। আমরা পুলিশের এই বাধা মানবো না,পুলিশ যা করার করবে। তিনি আরও বলেন,‘পুলিশ গ্রেফতার করলে করবে? আর কি কারণে পুলিশ গ্রেফতার করবে।’
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল রবিবার রাত সাড়ে ৮টায় মুঠোফোনে বলেন,‘বিএনপির নেত্রী সিলেট সফর কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতিরিক্ত ফোর্সেস মোতায়নের প্রস্তুতি রয়েছে। বিএনপি নেতাকর্মীদের প্রতি আমাদের পুলিশের কোন বাধা নেই। তবে কেউ যদি কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে আমরা আইনগত ব্যবস্থা করা হবে।’