গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যানজট নিরসনে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এ সময় সিলেট জাকিগঞ্জ সড়কের দুপাশে গোলাগঞ্জ চৌমুহনী এলাকায় ফুটপাতে গড়ে উঠা অবৈধ প্রায় শতাধিক স্থাপনা বিভিন্ন ধরনের ফলের দোকান, পানের বাক্স, সবজির দোকান, ফেস্টুন, বিল বোর্ড, ব্যানার সহ বিভিন্ন দোকানের সামনে রাখা অরক্ষিত মালামাল এবং স্থায়ী ভাবে বসানো বিভিন্ন রকম সাইন বোর্ড এ সময় উচ্ছেদ ও অপসারণ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী (ভূমি) শবনম শারমিন, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান সহ সঙ্গীয় এক দল পুলিশ। এছাড়াও উপস্থিত ছিলেন, টি আই দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ মুহিউসুন্নাহ চৌধুরী নার্জিস, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, এম ফজলুল আলম, জবান আলী, আব্দুল জলীল, পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, নাগরিক কমিটির সভাপতি এস এ মালেক, মাছ বাজার সমবায় সমিতির সভাপতি ইজ্জাদ আলী, সমাজ সেবী এম সিরাজুল ইসলাম, ব্যবসায়ী সেলিম আহমদ,জামাল আহমদ-সহ গোলাপগঞ্জ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উচ্ছেদ অভিযান বিষয়ে যোগাযোগ করলে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পুনরায় কেউ যদি আবারো ফুটপাত দখল করে কোন ধরনের স্থাপনা করে তাহলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিজ্ঞপ্তি