ওসমানীনগরে যুবককে ছুরিকাঘাত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

15
ছুরিকাঘাতে আহত বাবুল মিয়া।

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের এক যুবকের ছুরিকাঘতে প্রতিবেশি বালাগঞ্জ উপজেলার বাবুল মিয়া (৩০) নামের এক যুবক গুরুত্বর আহত হয়েছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন থাকা আহত বাবুল মিয়ার অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় দিকে ওসমানীনগরের উসমানপুর ইউনিয়নের রগুপুর গ্রাম সংলগ্ন বড় ভাগা নদীর তীরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বালাগঞ্জ ও ওসমানী নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, বালাগঞ্জ উপজেলার শিওরখাল পূর্ব পাড়া গ্রামের জাহির উল্যার ছেলে দিন মজুর বাবুল মিয়া (৩০) কে প্রতিবেশি ওসমানীনগর উপজেলার রগুপুর গ্রামের ইছকন্দর আলীর ছেলে বেলাল আহমদ (৩২) জরুরী কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে পার্শবর্তী বড়ভাগা নদীর চরে নিয়ে যায় সেখানে অবস্থান করার সাথে সাথে বেলাল ও পূর্ব থেকে ওৎপেতে থাকা তার ৩/৪ সহযোগী বাবুল কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় বাবুলের চিৎকারে স্থানীয় লোকজন এসে হামলাকারীদের দাওয়া করলে তারা পালিয়ে যায়।
আহত বাবুলের স্ত্রী সাফিয়া বেগম জানান, সন্ধায় বেলাল ফোন করে তাদের বাড়ির একটি গাছ কাটিয়ে দেওয়ার কথা বলে গাছ দেখার জন্য ডেকে নেয় কিছু সময় পর শুনি আমার স্বামিকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে । তবে তাদের সাথে আমাদের কোন পূর্ব বিরোধ ছিলনা বলে জানান তিনি।
সাবেক ইউপি সদস্য নেছাওর আলী জানান, উভয় পক্ষের মধ্যে প্রকাশ্যে কোন বিরোধ ছিল না আহত ব্যাক্তি দিনমজুর তাকে কৌশলে কাজের কথা বলে ডেকে নিয়ে নির্মম ভাবে ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ মোবারক বলেন, বালাগঞ্জ থানা পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যপারে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।