মুরাদপুরে মানববন্ধন ও সমাবেশ ॥ ওসি আক্তার আওয়ামী লীগের আদর্শের বিশ্বাসী দাবি করে শাহপরান থানাকে তার দখলে রেখেছে

17

মিথ্যা মামলায় সালিস ব্যক্তিত্ব ও ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজমল আলী নেপুর মিয়াকে গ্রেফতার করে নির্যাতনকারী শাহপরান থানার ওসি আক্তার হোসেনের অপসারণের দাবিতে ফুঁেস উঠেছে মানুষ। গতকাল শহতলীর মুরাদপুর গ্রামবাসী ও খাদিমপাড়া ইউপির ৩ নং ওয়ার্ডের মানুষ প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছেন।
শাহপরান বাইপাসের মুরাদপুরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন- শাহপরান থানার ওসি আক্তার হোসেন ভূমি ব্যবসা নানা ঘটনায় বিতর্কিত ব্যক্তি ও সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছেন। পাশাপাশি এক সময়ের শিবির ক্যাডার ওসি আক্তার বর্তমানে নিজেকে আওয়ামী লীগের আদর্শের বিশ্বাসী দাবি করে পুলিশের আইনের তোয়াক্কা না করে বহু দিন ধরে শাহপরান থানাকে তার দখলে রেখেছে। এ কারণে ওসি আক্তারের বিতর্কিত কর্মকান্ডের কারণে শাহপরান থানার অন্তর্ভুক্ত সব এলাকা অনিরাপদ হয়ে পড়েছে। তার কারণেই আজ শাহপরান এলাকায় অশান্তি বিরাজ করছে। এ কারণে তারা দ্রুত ওসি আক্তার হোসেনকে শুধু সিলেট মেট্রো নয়, সিলেট রেঞ্জ থেকে দূরবর্তী স্থানে শাস্তিমুলক বদলির দাবি জানান তারা। একই সঙ্গে তারা মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া মুরাদপুর মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজমল আলী নেপুর মিয়ার দ্রুত মুক্তি কামনা করেন।
মুরাদপুর এলাকার বিশিষ্ট প্রবীন মুরব্বী সিরাজ উদ্দিন সভাপতিত্বে ও নিজাম মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বিশিষ্ট রাজনিতিবিদ সাইফুল রহমান খোকন, বীর মুক্তিযোদ্ধা হাবিব আলী, প্রবীন মুরব্বী সিরাজ মিয়া, গিয়াস মিয়া, সুনাই মিয়া, ফগাই মিয়া, মখলিছ মিয়া, খলিল মিয়া, ওয়াহিদ আলী, তাহির আলী, সাইদ মিয়া, মুশাহিদ মিয়া, কটাই মিয়া, মখই মিয়া, ফুজুর মিয়া, সুমন মিয়া, ইরফান আহমদ, রিপন আহমদ, রায়হান আহমদ, জাহেদ আহমদ, ইমরান আহমদ, আবুল হোসেন, মতিন মিয়া, টিপু মিয়া, নূর ইসলাম, মামুন মিয়া, সোহেল আহমদ, হাবিব আহমদ, সাজু মিয়া , রেজয়ান আহমদ, লিমন আহমদ, আলী আহমদ, কয়েছ আহমদ, উস্তার মিয়া, লাল মিয়া, আদিল মিয়া, শাহিন আহমদ, আব্দুল আলিম, গনেস মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি