স্পোর্টস ডেস্ক :
আরও একবার ন্যু ক্যাম্পে ম্যাচ, আরও একবার ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা। এবার পয়েন্ট নিয়ে গেল এইবার, বার্সার মাঠে এর আগের সাত ম্যাচে যারা কোনো পয়েন্টই পায়নি। আর দলের আরও একটি ধাক্কাটা সাইডলাইন থেকে দেখলেন লিওনেল মেসি।
মঙ্গলবার রাতে নিজেদের ১৫তম ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মুখোমুখি হয় বার্সেলোনা-এইবার। চেনা পরিবেশ চেনা প্রতিপক্ষ তবুও ফল নিজেদের দিকে যায়নি কাতালানদের। ১-১ ড্র নিয়ে ছাড়তে হয়েছে মাঠ।
অ্যাংকেলের চোট থেকে সেরে উঠছিলেন মেসি। তার ওপর বড়দিনের জন্য এবার তাকে বাড়তি ছুটি দেওয়া হয়েছিল। কালই যোগ দিয়েছেন দলের সঙ্গে, সাইডলাইনে থাকলেও স্কোয়াডে ছিলেন না। এইবারের বিপক্ষে বার্সা অবশ্য বল পজেশন রাখলেও শুরুর দিকে সুযোগগুলো এইবারই পেয়েছে। মার্ক আন্দ্রে টের স্টেগেন ভালো দুইটি সেভ না করলে বার্সা পিছিয়ে যেতে পারত শুরুতেই।
এর মধ্যেই ১৫ মিনিটে বার্সা পেয়ে যায় এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। ডি বক্সের ভেতর ফাউল হলে শুরুতে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি, তবে ভিএআরে বদলে আয় সিদ্ধান্ত। স্পটকিক থেকে গোল করার সুযোগ পান মার্টিন ব্রাথওয়েট, কিন্তু বল মেরে দেন বাইরে। এরপর ব্রাথওয়েট গোল পেয়েছিলেন, কিন্তু সেটা আবার বাতিল হয়ে যায় অফসাইডের জন্য। ওদিকে দেম্বেলে, পিয়ানিচরাও মিস করায় প্রথমার্ধে আর গোল পায়নি।
৫৭ মিনিটে বার্সাকে হতভম্ব করে এগিয়ে দেন কিকে। রোনাল্ড আরাউহোর ভুলের সুযোগ নিয়ে গোল করেন তিনি। অবশ্য সমতা ফেরাতে বেশিক্ষণ সময় নেয়নি বার্সা। জুনিয়র ফিরপোর ক্রস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন উসমান দেম্বেলের, কিছুটা প্রায়শ্চিত্ত করেন আগের মিসের। কিন্তু শেষ পর্যন্ত জয়সূচক গোলটা আর পায়নি বার্সা। উলটো শেষ দিকে চোট নিয়ে মাঠ ছেড়েছেন কুতিনিও।
এই ড্রয়ের পর ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে বার্সা রইল ছয়ে, শীর্ষে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ৭ পয়েন্ট পেছনে। যদিও অ্যাটলেটিকো ম্যাচ খেলেছে দুইটি কম। শিরোপা সম্ভাবনা আরও ফিকে হয়ে গেছে, ম্যাচ শেষে কোচ রোনাল্ড কোমানও স্বীকার করলেন এখান থেকে লিগ জেতা হবে কঠিন।