জাতীয় পার্টির কাছে দেশের মানুষ নিরাপদ ——ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি

56

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, জাতীয় উন্নয়ন, শান্তি, ঐক্য ও সমযোতায় বিশ্বাসী। জাতীয় পার্টির ইতিহাস উন্নয়ন শান্তি ও অগ্রগতির ইতিহাস। আওয়ামী লীগ যেমন বিএনপির কাছে নিরাপদ নয়, তেমনি বিএনপির কাছে আওয়ামী লীগও নিরাপদ নয়। কিন্ত জাতীয় পার্টির কাছে দেশের মানুষ নিরাপদ। তিনি আরো বলেন, আমরা বিশ্বনাথ-বালাগঞ্জ ও ওসমানীনগরের জাতীয় পার্টির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। আমি সকলকে সাথে নিয়ে উন্নয়নে এগিয়ে যেতে চাই। তিনি আরো বলেন, বিগত নির্বাচনে যেসব আসন থেকে জাতীয় পার্টির এমপি নির্বাচিত হয়েছেন, আগামী নির্বাচনে জোট হউক আর যাই হউক তাদেরকে আবারও প্রার্থী দিয়ে জাতীয় পার্টির সাথে জোট গঠন করতে হবে।
তিনি গত শুক্রবার বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় কেশবপুর গ্রামের মসজিদের রাস্তা পাকাকরণ (সিসি) কাজের উদ্বোধন শেষে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে অর্থ বিতরণ এবং সোলার প্যানেল বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত এই জনসভার বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ বলেন, জাতীয় পার্টি উন্নয়ন, শান্তি ও ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী। এমপি ইয়াহইয়া চৌধুরী নিজ এলাকার উন্নয়ন অগ্রগতি নিয়ে স্বপ্ন দেখে। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। তাই সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত এলাকা গড়তে এহিয়া চৌধুরীকে সহযোগিতা করতে তিনি সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে লামাকাজী ইউনিয়নের ৮টি মসজিদ, ২টি মাদ্রাসা ও ১টি মন্দিরে ৫লাখ ৭০ হাজার টাকা এবং ল্যাম্পপোষ্টসহ ১০৭ সোলার প্যানেল বিতরণ করেন অতিথিবৃন্দ।
লামাকাজী ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি বারিক মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লামাকাজী রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছিফত আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মিনহাজুর রহমান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবসংহতির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান মনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য চমক আলী, মকছুছ মিয়া, নুরুজ্জামান, সংরক্ষিত মহিলা সদস্য কাঞ্চন মালা, ফাতেমা বেগম, সেবিকা নাথ, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ফিরোজ আলী, অলংকারী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক সালেহ আহমদ তোতা, রামপাশা ইউনিয়ন সভাপতি আনোয়া আলী, খাজাঞ্চী ইউনিয়ন সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দেব, জাপা নেতা কামরুজ্জামান, জালাল মিয়া, তাজ উদ্দিন, প্রতাব চন্দ্র পাল, কবির আহমদ, লালা মিয়া, বরকত আলী, জুনেদ আহমদ, আব্দুন নুর, শফিক আহমদ পিয়ার, ইলিয়াস আলী, সফর আলী, জুনেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি