শীতের পিঠা

27

কাঞ্চন দাশ

গরম গরম পিঠা হবে
চিতই ভাপাপুলি
চুলোর পাশে খাবো বসে
ঠান্ডা যাবো ভুলি।

শীতের ভোরে ভরা থাকে
খেজুর রসের হাড়ি
খাবো বসে সবাই মিলে
গল্প করবো সারি।

শীতের সূর্য আলসে বড়ই
উঠবে দেরী করে
তব্ওু মোরা হাটব সবাই
উঠবো ভোরে ভোরে।

হরেক রকম পিঠার বাহার
আছে মালাই পিঠা
নকশি লবঙ্গ গোকুলের স্বাদ
লাগে বড়ই মিঠা।

মায়ের হতের পিঠা খেতে
লাগে আমার বেশ
সাথে আছে বকুনি আর
পিঠার সন্দেশ।