বড়লেখা থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের বড়লেখায় শত বছর থেকে বাড়ি ঘর নিয়ে বসবাসকারী গৌরনগর, বড়খলা, বিওসি কেছরিগুল এলাকার প্রায় এক হাজার পরিবারের প্রায় ৫ হাজার জনসাধারণকে উচ্ছেদের পাঁয়তারা করছে স্থানীয় কেরামতনগর চা-বাগান কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ৩ জানুয়ারি এলাকাবাসি স্থানীয় রমজানগঞ্জ (খলাগাঁও) বাজারে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সভার আয়োজন করে। এ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, মুক্তিযুদ্ধা ইলিয়াস আলী, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন আবুল, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, নজাবত আলী মাষ্টার, আতাব উদ্দিন, আজিম উদ্দিন, আব্দুল লতিফ, ছাত্রলীগ নেতা রেজাউল হক, ছয়ফুল ইসলাম, আব্দুল করিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে এসব বসবাসকারী পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা বন্ধ না করলে আন্দোলনের কর্মসূচী ঘোষণা দেওয়ার হুঁশিয়ারী দেন বক্তারা।