দক্ষিণ সুনামগঞ্জে স্কুলের দপ্তরীকে গাছে বেঁধে নির্যাতনের ভিডিও ভাইরাল

29

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
দক্ষিণ সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীকপদে নিয়োগবঞ্চিত হওয়ার ক্ষোভে নিয়োগপ্রাপ্ত দপ্তরীকে গাছে বেঁধে নির্যাতন করেছেন এক যুবক।
রবিবার বেলা ১১ টায় উপজেলার মুক্তাখাই প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর বিরুদ্ধে নিন্দার ঝড় উঠে।
এ ঘটনায় সোমবার দপ্তরী মো. তোফায়েল আহমদ বাদী হয়ে মুক্তাখাই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, মুক্তাখাই গ্রামের মো. তোফায়েল আহমদ ২০১৪ সালে মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পদে নিয়োগ পান। একই পদপ্রত্যাশী শাহনুর মিয়ার চাকরি না হওয়ায় তোফায়েলের প্রতি ক্ষুব্ধ হন। নানাভাবে হয়রানির চেষ্টা করেন নিয়োগপ্রাপ্ত দপ্তরিকে। রবিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের কম্পাউন্ডে রংয়ের কাজ তদারকি করছিলেন শাহনুর। এ সময় আকস্মিক বিদ্যালয়ে ঢুকে তোফায়েলকে ঝাপটে ধরে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যান। পরে দপ্তরি তোফায়েলকে উঠানের একটি গাছের গোঁড়ার সাথে রশি দিয়ে বেঁধে চাবুক দিয়ে আঘাতের পর আঘাত করতে থাকেন।
এদিকে, তোফায়েলের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় শাহনুরের কবল থেকে দপ্তরি তোফায়েলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বলেন, দপ্তরিকে গাছে বেঁধে নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।