গুঙ্গিয়াহুড়ি হাওরে মাছ ধরাকে কেন্দ্র করে নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় আহত যুবকের মৃত্যু

45

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে দুর্র্বৃত্তদের হামলায় আহত হাবিবুর রহমান (১৮) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ আগষ্ট) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবিবুর উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরজপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। গত রবিবার (১২ আগষ্ট) উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরের মরিচা বিলে মাছ ধরাকে কেন্দ্র করে হাবিবুর নামে যুবককে পিটিয়ে আহত করে একদল দুর্বৃত্ত।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কিছু লোকজন ট্রলার নিয়ে হাওড়ে মাছ ধরতে যায়, তার কিছুক্ষণ পর একই ইউনিয়নের লহরজপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান হাওড়ে গিয়ে ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া লোকজনকে মরিচা বিলে মাছ ধরতে নিষেধ করে। এ সময় মাছ ধরায় বাধা দেয়াকে কেন্দ্র করে হাবিবুরের সঙ্গে দুর্র্বৃত্তদের তীব্র বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ২দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর মৃত্যু বরণ করে। বিকেলে ময়না তদন্ত শেষে নিজ বাড়িতে হাবিবুরের মরদেহ পৌঁছায়। সে সময় পরিবারের লোকজনের আহাজারিতে আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। পরে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পূর্ণ হয়। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আতাউর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এজাহার দায়ের করলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।