গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোলাপগঞ্জে অবৈধ ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণ করেছে গোলাপগঞ্জ পৌরসভা। গতকাল রবিবার দুপুরে এ অপসারণ অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। এ সময় পৌর শহরের গোলাপগঞ্জ চৌমুহনী, গোলাপগঞ্জ বাজার এবং সিলেট-জকিগঞ্জ সড়কে এমপি প্রার্থীদের টাঙানো বিপুল পরিমাণ অবৈধ বিলবোর্ড ও পোস্টার অপসারণ করা হয়। এ ব্যাপারে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল জানান, নির্ধারিত সময়ের আগেই তারা পুরো পৌরসভার এসব সামগ্রী সরিয়ে নিতে সক্ষম হবেন। এ অভিযানে গোলাপগঞ্জ পৌরসভার বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর শুক্রবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ নির্বাচনী প্রচাণার জন্য লাগানো সকল ব্যানার, পোস্টার ও তোরণ পরবর্তী সাত দিনের মধ্যে নামিয়ে ফেলারও নির্দেশ দেন।