সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

19

সিলেটের ঐতিহ্যবাহী সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক হুমায়ূন আহমেদ মাসুক বলেছেন, ছাত্র-ছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধূলার প্রতি মনোনিবেশন করতে হবে। খেলাধূলায় মানুষের দেহের গঠন সুন্দর, সুস্থ ও মন-মানসিকতার বিকাশ ঘটাতে সাহায্য করে। তাই খেলাধূলার দিকে সকলকে মনোযোগী হতে হবে।
অভিভাবকের উদ্দেশ্যে তিনি বলেন বর্তমান সময়ে আমাদের ছেলে মেয়েরা মোবাইল ব্যবহার করে উপকারের বদলে ক্ষতির দিকে ধাবিত হচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে।
২৮ ডিসেম্বর শনিবার সিলেট নগরীর ইলাশকান্দিতে ঐতিহ্যবাহী সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শওকত আলী সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মো. আসাদুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা আক্তার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাহিদা আক্তার, সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের পরিচালক সাইফুল ইসলাম, সাইফুল মতিন, মুফতি নোমান বিন আশরাফ, সুরমা ভিউ টোয়েন্টিফোর ডটকম′র সম্পাদক এমদাদুল হক সোহাগ, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন, জাহান আহমদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুর্য্যদয় এতিম স্কুলের সভাপতি হাসান আহমেদ সোহেল, মোঃ সুবেদ, মোঃ আব্দুল্লাহ, হুমায়ুন কবির তালুকদার, সোলায়মান আহমেদ মাহিম, ইউসুফ আহমেদ মুবিন, সৈয়দ নাসির উদ্দিন (রঃ) স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা গাজী সামিরা, ছুমাইয়া আক্তার মনি, ইমা আক্তার, মিনাক্কি ধর, আল আমিন হোসেন, তামান্না আক্তার, সাদিকুর রহমান, জিসান প্রমুখ। বিজ্ঞপ্তি