জগন্নাথপুরে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

13

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে মাস ব্যাপী মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় ইকড়ছই হারুনুর রশীদ হিরন মিয়া স্টেডিয়ামে আন্তঃ ইউনিয়ন মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়। এতে জগন্নাথপুর পৌরসভা সহ ৮টি ইউনিয়ন পরিষদ অংশ গ্রহণ করে। প্রথম দিনের খেলায় ৩-৪ গোলে পাইলগাঁও ইউনিয়ন পরিষদকে হারিয়ে জগন্নাথপুর পৌরসভা বিজয়ী হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি ও সাবেক কৃতী ফুটবলার জাহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া, ফুটবলার জামাল উদ্দিন, নজরুল ইসলাম, রুমানুল হক, আবু সালেহ, শায়েক আহমদ, আবু কাওছার, সামিনুর রহমান, জুয়েল হোসেন প্রমূখ। এদিকে-গ্রাম বাংলার জনপ্রিয় ফুটবল খেলা উপভোগ করতে বিভিন্ন অঞ্চল থেকে আসা জনতার ঢল নামে স্টেডিয়ামে।