স্বাধীনতা

94

ফেরদৌসী খানম রীনা

স্বাধীনতা তোমায় পেয়েছি রক্তের দামে,
তোমায় পেয়েছি স্বার্থ ত্যাগের মাধ্যমে।

বাঙালি জাতীকে এনে দিল স্বাধীনতা,
এতো বীর যোদ্ধাদের মহানুভবতা।

স্বাধীনতা তোমাকে পাবার আশায়,
দামাল ছেলেরা প্রাণ দিল ভালোবাসায়।

সুজলা- সুফলা, শস্য-শ্যামলা রূপ তোমার,
সেতো সকল বাঙালির স্বার্থ তাগ্যের।

যুদ্ধে প্রাণ দিল দামাল ছেলের দল,
তাদের জন্য মায়ের চোখে আজও ঝরে জল।

স্বাধীনতা পেলাম রক্তের বিনিময়ে,
সে কথা গাঁথা আছে সকল বাঙালির হৃদয়ে।

লক্ষ বাঙালির স্মৃতিতে সেই দিনগুলি,
বেদনায় ভরা কি করে ভুলি!

মুক্তিযোদ্ধারা নিজের স্বার্থ ত্যাগ করে,
দিয়েছিল বাংলার মানুষের ভাগ্য গড়ে।

বাঙালি জাতীকে দিল শান্তির বানী,
ইতিহাসে গাঁথা আজও সেই কাহিনী।

মরণেও হয়েছে তারা চিরঅম্লান,
চিরস্মরণীয় তাদের অবদান।

স্বাধীনতা তোমাকে পাবার জন্য,
জীবন দিয়েও তারা ধন্য।

হে সাহসী মহান বীর মুক্তিযোদ্ধা ,
তোমাদের জানাই বিনম্র শ্রদ্ধা।

তাদের ত্যাগের বিনিময়ে পেলাম স্বাধীনতা,
দূর হলো সকল পরাধীনতা।